Friday, October 3, 2025
spot_img
HomeScrollসলমন কি প্রিয় পোষ্য তোরোকে হারালেন !

সলমন কি প্রিয় পোষ্য তোরোকে হারালেন !

ওয়েব ডেস্ক: সালমান খান নাকি তার প্রিয় পোষ্য তোরোকে হারিয়েছেন। এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন বলিউড সুপারস্টারের কথিত প্রেমিক ইউলিয়া ভান্টুর। সোশ্যাল মিডিয় য় তিনি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে লিখেছেন যে তোমাকে আমরা কখনো ভুলবো না। ইউলিয়া আরো লিখেছেন আমাদের জীবনে তুমি আশীর্বাদের মতন। তোমাকে ধন্যবাদ, আমার প্রিয় তোরো বয়। তুমি চিরকাল আমাদের সাথে থাকবে’।
সলমনের প্রিয় পোষ্য তরুকে নিয়ে এমন একটি মর্মস্পর্শী আবেগঘন ভিডিও পোস্ট দেখে সলমন ভক্তরা যথেষ্ট বিচলিত। সলমন যখন সকালে জগিং করতে যেতেন তখন সলমনের সাইকেলের পিছনে তার প্রিয় পোশাকে দৌড়াতে দেখা যেত।

আরও পড়ুন: ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত নাবালিকা নৃত্যশিল্পী আত্মহত্যার ঘটনায় আটক ২ অভিযুক্ত
২০১৯ সালে, সলমন খান তোরোর সাথে নিজের একটি ছবি শেয়ার করেছ লিখেছেন, “সবচেয়ে প্রেমময়, অনুগত এবং নিঃস্বার্থ প্রজাতির সাথে সময় কাটাচ্ছি।”
অভিনেতা সর্বদা প্রাণীদের প্রতি তার ভালবাসার বিষয়ে সোচ্চার ছিলেন এবং প্রায়শই তাকে জিমে সঙ্গ দেওয়ার জন্য তোরোকে সাথে নিয়ে যেতে দেখা যায়।

যদিও সলমনের পক্ষ থেকে এ বিষয় কিছুই জানা যায়নি।

দেখুন অন্য খবর

Read More

Latest News